বর্তমান অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ইনোভেশন টিম এর সুপারিশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আইন বিষয়ক তথ্যাদির ব্যবস্থাপনা সিস্টেম (LMIS) নামে বাপাউবোর আইন বিষয়ক তথ্যাদি সংরক্ষণ, পরিমার্জন, পরিচালন ও রিপোর্টিং এর জন্যে একটি অটোমেশন সফট্ওয়্যার এবং Geographic Information System (GIS) Based Digital Land Information System on BWDB Acquire Land in Dhaka City and its Surrounding নামে বাপাউবোর অধিগ্রহণকৃত জমির তথ্যাদি সংরক্ষণ, পরিমার্জন, পরিচালন ও রিপোর্টিং এর জন্যে আরেকটি অটোমেশন সিস্টেমের উন্নয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইহাছাড়াও বাপাউবোর ইনোভেশন কার্যক্রম সম্পর্কে সকলকে ওয়াকিবহাল এবং উৎসাহিত করার জন্যে বাপাউবোর বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে সভা ও কর্মশালার আয়োজন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস